মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ির বাসিন্দা পান ব্যবসায়ী কবির মৃধাকে অপহরণের পর দু’চোখ উপড়ে হত্যা চেষ্টা করেছে সুমন বাহিনীর সদস্যরা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে তাকে কালকিনির সীমান্তবর্তী শরীয়তপুর জেলার গজারিয়া গ্রামে থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালকিনি হাসপাতালে নিয়ে আসা হয়। আহত কবির মৃধা বাশগাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।
স্থানীয় ও পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, বিকেলে কালকিনির খাসেরহাট বন্দর থেকে ঢাকাগামী লঞ্চে করে পানের চালান নিয়ে যাওয়ার জন্য ওঠেন পান ব্যবসায়ী কবির মৃধা। লঞ্চটি সন্ধ্যা ৭টার দিকে বরিশালের মুলাদী উপজেলার সফিপুর লঞ্চঘাটে যাত্রী উঠানোর জন্য থামলে আগে থেকে ওৎ পেতে থাকা সুমন বাহিনীর সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে যায়। পরিবারের লোকজন এই ঘটনা পুলিশকে জানালে বরিশালের মুলাদী ও শরীয়তপুরের গোসাইরহাট এবং মাদারীপুরের কালকিনি থানা পুলিশ তাকে উদ্ধারে অভিযান চালায়। কালকিনির বাঁশগাড়ি সংলগ্ন শরীয়তপুরের গজারিয়া গ্রামের মাঠে বসে চোখ উত্তোলন করে হত্যা চেষ্টার সময় পুলিশ ঘটনাস্থলে পৌছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ কবির মৃধাকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও অপরাধীদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ। রাত ১২টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার