কুড়িগ্রামের রাজীবপুরে মা ও মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার টাঙ্গালিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মা নাজমা খাতুন (৪০) উপজেলার বদরপুর নয়াপাড়া গ্রামের আব্দুর রফিকের স্ত্রী ও মেয়ে জোসনা খাতুন।
নিহত নাজমা খাতুনের মা রাবেয়া বেগম জানান, নাজমা খাতুন আব্দুর রফিকের দ্বিতীয় স্ত্রী। এর আগে নাজমার বিয়ে হয়েছিল এবং ওই ঘরের মেয়ে জোসনা খাতুন।
রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পৃথীশ কুমার সরকার জানান, প্রাথমিকভাবে মা-মেয়েকে শ্বাসরোধে হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/ ০৪ মে ২০১৭/আরাফাত