একদিন কাজে না যাওয়ায় বরিশালে এক রংমিস্ত্রিকে দেয়ালে মাথা ঠুকিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে শেরে-ই বাংলা মেডিকেলের সামনে বিক্ষোভ করেছে নির্মাণ শ্রমিকরা। নিহতের স্বজনরাও অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছেন। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।
নিহত শ্রমিকের নাম আজাদ সিকদার। সে ধান গবেষণা রোডের কেরামত আলীর ছেলে। আজাদ দুই ছেলে এবং এক মেয়ের জনক ছিলেন।
সহকর্মীরা আলমগীর হাওলাদার জানান, নগরীর ধান গবেষণা রোডের জনৈক কবির হাওলাদার রংমিস্ত্রি আজাদ সিকদারকে কাজে নিযুক্ত করেন। আজাদ একদিন কাজে না যাওয়ায় ক্ষিপ্ত হয়ে গত ৩০ এপ্রিল দেয়ালে মাথা ঠুকে তাকে গুরুতর আহত করে একটি কক্ষে দুই ঘণ্টা আটকে রাখেন। সহকর্মীরা খবর পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি করেন। চার দিন চিকিৎসাধীন থাকার পর আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।
নিহতের বোন রেকসোনা বেগমের অভিযোগ, হামলাকারীদের হস্তক্ষেপের কারণে চিকিৎসকরা গত চারদিন ধরে আজাদের চিকিৎসায় অবহেলা করেছেন। এ কারণেই সে মারা গেছে।
আজাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত সহকর্মী শ্রমিকরা মেডিকেল চত্বরে জড়ো হয়। তারা অভিযুক্তের বিচারের দাবিতে মেডিকেল চত্বরে বিক্ষোভ করেন।
নিহতের স্ত্রী সাহিদা বেগম এবং ১০ম শ্রেণিতে পড়ুয়া মেয়ে ঝর্না আক্তার এ ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছেন।
জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল জলিল জানান, কোন শ্রমিক অপরাধ করে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক এবং আইনগত ব্যবস্থা নেয়ার সুযোগ ছিল। কিন্তু তাকে মারধর করার কোনো অধিকার কারও নেই। অভিযুক্তের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
কোতয়ালী মডেল থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন জানান, মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করার চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/৪ মে, ২০১৭/ফারজানা