বাগেরহাটের শরণখোলার সুন্দরবন সংলগ্ন চারিতাবুনিয়া এলাকায় থেকে বৃহস্পতিবার সকালে একটি চিত্রা হরিণ উদ্ধার করে দুপুরে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। হরিণটি সুন্দরবন শরণখোলা রেঞ্জ এলাকা থেকে দলছুট হয়ে লোকালয়ে ঢুকে পড়েছিল।
সকালে চারিতাবুনিয়া গ্রামের কয়েকজন যুবক লোকালয়ে দলছুট এই চিত্রা হরিণটি দেখতে পেয়ে ধাওয়া করে। ধাওয়া খেয়ে ওই গ্রামের মোতালেব মাস্টারের বাড়ির বেড়ার জালে হরিণটি জড়িয়ে পড়ে। এরপর স্থানীয় যুবক আমিনুর ইসলাম হরিণটি ধরে ফেলেন। পরে সুন্দরবন সহ-ব্যবস্থাপনা কমিটির কমিউনিটি পেট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যদের জানালে তারা দুপুরে হরিণটি উদ্ধার করে নিয়ে যায়।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা (এসও) আনোয়ার হোসেন জনান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বনরক্ষী শামীম হাসান, সিপিজির সদস্য সরোয়ার তালুকদার ও জামাল হোসেনের সহযোগীতায় হরিণটি উদ্ধার করা হয়েছে। দুপুরে হরিণটি সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুই নম্বর কম্পার্টমেন্টের ধাবড়ি এলাকায় অবমুক্ত করা হয়েছে।
বিডি প্রতিদিন/০৪ মে ২০১৭/আরাফাত