নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীদের বিরুদ্ধে মোসলেমউদ্দিন নামে এক মাদক ব্যবসায়ী স্বাক্ষী দিতে এসে নিজেই ধরা খেলেন। ভ্রম্যমাণ আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। ঘটনাটি ঘটেছে আজ দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে।
জানা যায়, উপজেলার দাউদপুর ইউনিয়ন থেকে ৩ মাদকসেবীকে সাজা দেওয়ার উদ্দেশ্যে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে পুলিশ। এসময় তাদের বিরুদ্ধে সাক্ষী দিতে পুলিশ মোসলেমউদ্দিন নামে এক বয়ষ্ক ব্যাক্তিতে হাজির করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট খোঁজ নিয়ে জানেন, মোসলেকউদ্দিন এলাকার একজন মাদক ব্যবসায়ী। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। এছাড়া প্রেফকারকৃত সঞ্জীব চন্দ্র মন্ডল, নিখিল চন্দ্র মন্ডল ও আমির মিয়াকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে কামরুল ইসলাম নামে আরেক মাদকসেবীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার