ফেনীতে কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছে। এসময় আরো তিনজন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কসকা এলকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মা মাঈনুর বেগম (৩০) ও মেয়ে ফারজানা বেগম (৭)।
নিহত মাঈনুর বেগমের ভাই সেলিম জানান, সকালে তিনি আবুধাবী থেকে বাংলাদেশে ফিরেছেন। তাকে এগিয়ে নিতে তার বোন ও ভাগ্নি লক্ষ্মীপুর থেকে চট্টগ্রাম এয়ারপোর্টে যান। মাইক্রোবাসটি ফেনীর কসকা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মারা মৃত্যু হয়।
মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নয়ন ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/ ০৪ মে ২০১৭/আরাফাত