বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ বলেছেন, সামনে আন্দোলনের ঘোষণা আসছে। এ আন্দোলন হবে চূড়ান্ত খেলা। সরকার পতনের এ আন্দোলনে তৃণমূলের সকল নেতাকর্মীদের এখন থেকেই ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নিতে হবে।
আজ রবিবার খাগড়াছড়িতে বিএনপির তৃণমূল নেতাদের নিয়ে প্রতিনিধি সভায় শওকত মাহমুদ এসব কথা বলেছেন। কর্মী সমাবেশে সভাপত্বি করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া।
শওকত মাহমুদ আরও বলেন বর্তমান সরকারের আমলে সংবাদপত্রের কোনো স্বাধীনতা নেই। অথচ বিএনপি সরকারের আমলে সংবাদপত্রের অবাধে স্বাধীনতা ছিলো। বিএনপি গত ১০ বছর ধরে ক্ষমতার বাইরে। নানা আন্দোলন করেও সফল হয়নি। তার একমাত্র কারণ আন্তর্জাতিক মহলের ষড়যন্ত্র। প্রতিবেশী রাষ্ট্র ভারতই এ সরকারকে ক্ষমতায় রেখে এ দেশের সম্পদ নানাভাবে লুটে নিচ্ছে।
কর্মী সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল গণি চৌধুরী, চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক হারুণ অর রশিদ, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা বিএনপির নেতা মনীন্দ্র কিশোর ত্রিপুরা, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল মিন্টু, রামগড় উপজেলা চেয়ারম্যান ফরহাদ সহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/৭ মে, ২০১৭/ফারজানা