কুমিল্লার মনোহরগঞ্জের চাটিতলায় পুকুরের পানিতে ডুবে নুপুর মজুমদার (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার পুকুর থেকে ভাসমান অবস্থায় ওই শিশুর মরহদের উদ্ধার করেস্বজনরা।
নুপুর উপজেলার নাথেরপেটুয়া গ্রামের বাহারাইন প্রবাসী নুর আলম মজুমদারের মেয়ে। সে স্থানীয় নাথেরপেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের সূত্র জানায়, নুপুর মজুমদার গত কয়েকদিন আগে পাশের চাটিতলা গ্রামে তার খালার বাড়িতে বেড়াতে যায়। রবিবার সকালে ঘুম থেকে উঠে পুকুরের পানিতে মুখ ধুতে গিয়ে ওই শিশু পানিতে পড়ে ডুবে যায়। পুকুরের পানিতে ওই শিশুর মরদেহ ভেসে উঠলে বাড়ির লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। মনোহরগঞ্জ উপজেলায় শনিবারও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বিডি-প্রতিদিন/০৭ মে, ২০১৭/মাহবুব