যশোরের অভয়নগর উপজলোর তালতলা রেল ক্রসিংয়ের সময় বাসরে সঙ্গে একটি রেল ইঞ্জনিরে সংর্ঘষে দুই নারী শ্রমিক নিহত হয়ছেনে। নিহতরা হলনে মণরিামপুর উপজলোর মনোহরপুর গ্রামরে নূরজাহান ও কদ বানু।
মঙ্গলবার রাত ১০ টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়ছেনে অন্তত ৪০ জন। আহতদরে অভয়নগর থানা স্বাস্থ্য কমপ্লক্সে, খুলনা ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়ছে।
পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে অভয়নগররে আকজি জুট মলিরে শ্রমকিদরে নিয়ে একটি বাস তালতলা এলাকা হয়ে শ্রমকিদরে বাড়ি পৌছে দিতে যাচ্ছিল। একই সময় রেলের একটি ইঞ্জিন অভয়নগর থেকে খুলনার দিকে যাচ্ছলি। তালতলা রেল ক্রসিংয়ের সময় বাসটির সঙ্গে রেল ইঞ্জিনের সংঘর্ষ হলে ঘটনাস্থলইে ওই দুই নারী শ্রমিকদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ আহতদরে উদ্ধার করে অভয়নগর স্বাস্থ্য কমপ্লক্সে এবং খুলনা ও যশোর মডেকিলে কলজে হাসপাতালে প্রেরণ কর। আহতদরে অনকেরে অবস্থায় গুরুতর। অভয়নগর থানার ওসি (তদন্ত) আনসিুর রহমান দুইজনরে মৃত্যুর খবর নিশ্চিত করছেন।
বিডি-প্রতিদিন/ ১০ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৩