লক্ষ্মীপুরে এবার ইরি-বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। বাজারে ধানের দাম বেশী পেয়ে কৃষকরা এখন মহাখুশি। একইসাথে যুক্ত হয়েছে আধুনিক যন্ত্রের মাধ্যমে ধান কাটা, মাড়াই ও ঝাড়াইয়ের কাজও। এতে কম খরচ ও শ্রমিক সংকট সমাধানের সুফল পাচ্ছেন চাষীরা।
চলতি মৌসুমে জেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে জানিয়ে এবার ১ লক্ষ মেট্রিক টন চাল উৎপাদনের আশাবাদ ব্যক্ত করেছে কৃষি বিভাগ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলার ২৬ হাজার ৬৬০ হেক্টর জমিতে ইরি-বোরো ধানের আবাদ হয়েছে। জেলার রামগতি, রামগঞ্জ ও সদরে আবাদ হয়েছে বেশী।
ইতিমধ্যে ধান কাটা প্রায় ৫০ ভাগ শেষ হয়েছে। কৃষকের ঘরে ঘরে এখন নতুন ধান। ফলনও হয়েছে বেশ ভাল। ধান কাটা, মাড়াই ও ঝাড়াইয়ের কাজে ব্যস্ত রয়েছেন তারা।
এদিকে জেলায় এই প্রথম যুক্ত হয়েছে ধান কাটার আধুনিক যন্ত্র। কম খরচ ও শ্রমিক সংকট সমাধানসহ বাড়তি লাভবান হচ্ছেন চাষীরা। এ যন্ত্রের মাধ্যমে দেড় ঘণ্টায় এক একর জমির ধান কাটতে সক্ষম। সনাতন পদ্ধতিতে একর প্রতি খরচ পড়ে ৭ হাজার থেকে ৮ হাজার টাকা হয়, যেখানে যন্ত্রটিতে খরচ হবে ২ হাজার থেকে ২৫শ’ টাকা। মেশিনটি এক সঙ্গে মাঠে ধান কাটা, মাড়াই করা এবং বস্তাবন্দী করতে সক্ষম। এতে চাষীদের কম খরচ ও বেশী লাভবানের সুযোগ রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
লক্ষ্মীপুরে কৃষি প্রকৌশলী মো: ফজলুল করিম বাংলাদেশ প্রতিদিনকে জানান, কোন কৃষক কিংবা কৃষক সংগঠন যন্ত্রটি কিনতে চাইলে অর্ধেক দাম ভর্তুকি দিয়ে তা ক্রয় করার সুযোগ রয়েছে।
স্থানীয় হোসেনপুর ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা খাজা মো. মাইন উদ্দিন বলেন, এক সাথে ধান কাটতে গিয়ে শ্রমিক সঙ্কট দেখা দেয় এই যন্ত্রটি শ্রমিক সঙ্কট সমাধানসহ কৃষকের খরচ কমিয়ে লাভবান করবে।
এদিকে এবার কৃষকেরা ধানের দাম বেশি পেয়ে মহাখুশি। মন প্রতি ধানের দাম এখন ৮০০ থেকে ৯০০ টাকা বিক্রি হচ্ছে বলে জানান তারা। কয়েক দফা কাল বৈশাখী ঝড়ে অনেকের জমির ফসলের মাঠে হাটু পানি থাকার পরেও বাম্পার ফলন হয়েছে বলে জানান চাষীরা।
অন্যদিকে আধুনিক যন্ত্রের সুফল পেয়ে কৃষক আবুল খায়ের, জালাল উদ্দিনসহ স্থানীয় কৃষকরা সংগঠনের মাধ্যমে যন্ত্রটি কেনার কথা জানান। লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: গোলাম মোস্তফা জানান, সুষম সার, বালাই ব্যবস্থাপনা ও নিয়মিত বৃষ্টি হওয়ায় ধানের ফলন ভালো হয়েছে। বাজার মূল্যও ভালো আছে জানিয়ে এবার বোরো ধান থেকে ১ লক্ষ মেট্রিক টন চাল উৎপাদনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিডি প্রতিদিন/১০ মে ২০১৭/হিমেল