বগুড়ার শেরপুরে বাঙ্গালী নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার খামারকান্দি ইউনিয়নের নলডিঙ্গি পাড়ায় আজ দুপুর বারোটায় এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু নলডিঙ্গি পাড়ার আব্দুল আলীমের কন্যা বৃষ্টি (৬) ও তার খেলার সাথী ফরহাদের কন্যা ফারজানা (৭)। এদিকে দুই শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য গোলাম রব্বানী জানান, দুপুর বারোটার দিকে বৃষ্টি তার খেলার সাথী ফারজানাকে নিয়ে মায়ের সাথে পাশের বাঙ্গালী নদীতে গোসল করতে যায়। বৃষ্টির মা তাদের রেখে নদীর পাড়ে রোদে কাপড় শুকানোর জন্য আসলে তারা নদীতে নেমে পড়ে এবং ডুবে মারা যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শেরপুর থানার ওসি (তদন্ত) বুলবুল আহম্মেদ ২ শিশুর মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন ।
বিডি প্রতিদিন/১০ মে ২০১৭/হিমেল