ময়মনসিংহের মুক্তাগাছায় এক গার্মেন্টস কর্মীকে গণধর্ষণের দায়ে সুমার আলী ওরফে সুমন (৩২) ও আবুল কালাম (২৪) নামে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হেলাল উদ্দিন এ রায় ঘোষণা করেন।
ময়মনসিংহ জেলা জজ কোর্টের কোর্ট ইন্সপেক্টর নওজেশ আলী মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
রায়ের বিবরণে জানা যায়, ২০১৪ সালে ১৩ এপ্রিলে ওই গার্মেন্টস কর্মী ছুটিতে ঢাকা থেকে জামালপুরের বাড়ির উদ্দেশ্যে সিএনজিযোগে যাচ্ছিলেন। রাত ১১ টার দিকে মুক্তাগাছা সদরে পৌঁছলে সিএনজিতে যাত্রীবেশে থাকা সুমন ও চালক কালাম ওই নারীর মুখ ওড়না দিয়ে বেঁধে পার্শ্ববর্তী একটি ফিশারিতে নিয়ে ধর্ষণ করে। পরে উপজেলার চেচুয়া বাজারে ফেলে রেখে যায় ওই নারীকে। এরপর ওই নারী নিজেই মুক্তাগাছা থানায় অভিযোগ করেন।
১০ জনের সাক্ষ্য-প্রমাণ শেষে বিচারক আসামী সুমার আলী ওরফে সুমন ও আবুল কালামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন এবং প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেন। জরিমান অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন আদালত।
বিডি প্রতিদিন/১১ মে, ২০১৭/ফারজানা