টাঙ্গাইল সদর উপজেলায় বাসের ধাক্কায় পিকআপ চালক নিহত হয়েছেন। এসময় পিকআপের পাঁচ যাত্রী আহত হয়। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কান্দিলা এলাকায় এই ঘটনা ঘটে।
টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট ইফতেখারুল রুকন জানান, কান্দিলা বাজার এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু সেতুগামী একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক নিহত হন।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
বিডি প্রতিদিন/ ১১ মে ২০১৭/আরাফাত