১৫ দিনেও খোঁজ মেলেনি ঠাকুরগাঁও শহরের নিশ্চিতপুর এলাকার খোকা মিয়ার ছেলে লামিদুল ইসলাম সুমনের (২৭)। গত ২৫ এপ্রিল চিকিৎসক দেখার জন্য বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল সুমন। এরপর থেকে সুমনের মোবাইল ফোন বন্ধ পাওয়া। সুমনের বিভিন্ন আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করলেও তার কোন সন্ধান মিলছে না।
সুমনের বাবা খোকা মিয়া এ ঘটনায় ঠাকুরগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৩৬৯) করেছেন।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এ ঘটনায় ঠাকুরগাঁও থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। তাকে খোঁজা হচ্ছে।
বিডি প্রতিদিন/ ১২ মে ২০১৭/আরাফাত