ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর এক ছাত্রীকে (১৫) অপহরণের ৯ দিন পর উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ মে) রাতে কিশোরগঞ্জ জেলার সদর বড়ইতলী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় । এ সময় রুহুল আমিন (৩৫) নামের এক মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ০৩ মে বুধবার সকালে উথুরা ইউনিয়নের বনগাঁও গ্রামের ওই ছাত্রী সকালে কোচিং এ যাওয়া কথা বলে বাড়ী থেকে বের হয়। পরে আর বাড়ী ফিরে আসেনি। বাড়ীর লোকজন অনেক খোঁজাখুঁজির পর ভালুকা মডেল থানায় পিতা বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেন। পরে ভালুকা মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১১মে) রাতে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ জেলার সদর বড়ইতলী এলাকা থেকে অপহরণের অভিযোগে রুহুল আমিকে (৩৫) আটক করে।
রুহুল আমিন ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের বনগাঁও গ্রামের একটি মাদ্রাসার বহিস্কৃত শিক্ষক। ওই ছাত্রী জানান, ঘটনার দিন কোচিং থেকে বাড়িতে যাওয়ার পথে রুহুল আমিন একটি সিএনজি নিয়ে রাস্তা ব্যারিকেট দিয়ে অস্ত্র দেখিয়ে তাকে অপহরণ করে অজ্ঞান করে ফেলে। জ্ঞান ফিরে তিনি নিজেকে একটি বাড়ীতে আবিস্কার করেন। পরে তাকে মারপিট করে জোরপূর্বক বোরখা পড়ানো হয় এবং সাদা কাগজে একটি স্বাক্ষর নেওয়া হয়।
ভালুকা মডেল থানার ওসি তদন্ত হযরত আলী জানান, আমরা ১০ম শ্রেণীর ওই ছাত্রীকে উদ্ধার ও আসামিকে আটক করতে পেরেছি। এঘটনায় পিতা বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি মামলা করেছে। ছাত্রীর মেডিকেল শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে। আটক রুহুল আমিনকে জেলহাজতে পেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/১২ মে ২০১৭/হিমেল