বরিশালের উজিরপুরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত কলেজ ছাত্র সুজন চন্দ্র হালদার (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। সুজন ধামুড়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র এবং একই উপজেলার বাহেরঘাট গ্রামের অনিল চন্দ্র হালদারের ছেলে। এ ঘটনায় পুলিশ হামলাকারী নয়ন বিশ্বাসকে গ্রেপ্তার করেছে। নয়ন বাহেরঘাট বাজারের স্বর্ণ দোকানী শিশির কর্মকারের কর্মচারী এবং জল্লার নারায়ন বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানায়, দুই মাস আগে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সুজনের সাথে নয়নের মারামারি হয়। ওই ঘটনার জের ধরে গত বৃহস্পতিবার বিকেলে সুজন উপজেলার বাহেরঘাট বাজারে তাকে (নয়ন) একটি কাঠের টুকরো দিয়ে সজোরে আঘাত করে নয়ন। সাথে সাথে সুজন মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। আহতাবস্থায় প্রথমে তাকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সুজনের মৃত্যু হয়।
বানারীপাড়া থানার ওসি গোলাম সরোয়ার জানিয়েছেন, এ ঘটনায় আজ নিহতের পিতা অনিল চন্দ্র হালদার বাদী হয়ে নয়নকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ নয়নকে গ্রেপ্তার করেছে।
বিডি প্রতিদিন/১২ মে ২০১৭/হিমেল