চাঁপাইনবাবগঞ্জে দুইদিন ধরে অভিযান চালিয়ে ৭ জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় সাড়ে ৫২ কেজি এক্সপ্লুসিভ জেল, সাড়ে ৪ কেজি গানপাউডার ও ২২টি জেহাদী বই উদ্ধার করা হয়েছে।
এদিকে নাচোল উপজেলা থেকে গ্রেফতারকৃত ৪জনের তথ্যের ভিত্তিতে রাজশাহীর গোদাগাড়ীতে জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম।
শুক্রবার বিকেল ৫টার দিকে জেলা পুলিশ অফিসে গণমাধ্যমকে দেয়া প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, বুধবার রাতে নাচোল উপজেলা থেকে জেএমবি সদস্য হারুন অর রশিদ, মোঃ কামাল উদ্দিন ওরফে সরকার, নাসিম রেজা ওরফে শাহিন এবং ফিরোজকে গ্রেফতার করা হয়।
এছাড়া বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ উপজেলার কানসাট থেকে বাবু ও আজিজুল হক এবং সদর উপজেলার দেবীনগর ফাটাপাড়া থেকে আব্দুল হাকিম নামে ৩ জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাড়ে ৫২ কেজি এক্সপ্লুসিভ জেল, সাড়ে ৪ কেজি গানপাউডার ও ২২টি জেহাদী বই উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে তাদের রিমান্ডে এনে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে এবং জেলা থেকে জঙ্গিবাদের মূল উৎপাটন করা হবে।
বিডি প্রতিদিন/১২ মে ২০১৭/হিমেল