দিনাজপুরের বিরলে পৃথক দুটি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে দু’জন মারা গেছে। এরা হচ্ছেন-বিরল উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের দক্ষিণ বিষ্ণুপুর গ্রামের পানতুল্লাহর পুত্র আতাবুর রহমান (৪০) ও ৮নং ধর্মপুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের মৃত ইছমাইল হোসেনের পুত্র আবুল কাশেম (৫৫)। শুক্রবার পৃথক সময়ে বিরলের দক্ষিন বিষ্ণুপুর গ্রামে আতাবুর রহমান ও পশ্চিমপাড়া গ্রামের আবুল কাসেম মারা যায়।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, দক্ষিণ বিষ্ণুপুর গ্রামের আতাবুর রহমান শুক্রবার সকাল সাড়ে ৬টায় নিজ বাড়ীতে ডিসলাইনের তার টেলিভিশনে সংযোগ দেয়ার সময় হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
অপরদিকে একই দিন সকাল ১০টায় ধর্মপুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের আবুল কাশেম নিজ বাড়ীতে কাজ করার সময় বিদ্যুতের লাইনে জড়িয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিরল থানার ওসি (তদন্ত) ইমতিয়াজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে দুটি পৃথক ইউডি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/১২ মে ২০১৭/হিমেল