বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আবু সাঈদ (৩৫) নামে এক রিকসা চালক নিহত হয়েছেন। সে বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর বাড়ইপাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
শুক্রবার দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শেরপুর ফায়ার এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল রানা জানান, আবু সাঈদ উক্ত স্থানে রিকসা নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দিনাজপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস রিকসাটিকে ধাক্কা দেয়। এতে চালক আবু সাঈদ ঘটনাস্থলেই মারা যান।
বিডি-প্রতিদিন/ ১২ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৬