মাদারীপুর-১(শিবচর) নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের থেকে সম্ভাব্য প্রার্থী নুর ই আলম চৌধুরী লিটন এবং বিএনপির থেকে নাম শোনা যাচ্ছে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল হান্নান মিয়া, বিএনপি নেতা লাভলু সিদ্দিকী, শিবচর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমানের।
মাদারীপুর-২(সদরের একাংশ এবং রাজৈর ) আওয়ামীলীগের প্রার্থী হিসেবে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের নাম শোনা যাচ্ছে। বিএনপির সম্ভব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন ছাত্রদল নেতা মিল্টন বৈদ্য।
মাদারীপুর-৩ (সদরের একাংশ এবং কালকিনি) আওয়ামী লীগের একাধিক প্রার্থীও রয়েছে আলোচনায়। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপের নাম শোনা যাচ্ছে। বিএনপির প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান পলাশ এবং সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
বিডি-প্রতিদিন/ ১২ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৯