বগুড়া শহরতলীর মাটিডালী এলাকায় দুর্বৃত্তের ইটের আঘাতে মাসুক (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার রাত ১০টার দিকে ওই স্কুলছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে মাথায় ইট দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাসুক মাটিডালী হাজীপাড়া এলাকার জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ইমদাদুল হক এমদাদের ছেলে। মাসুক স্থানীয় এসওএস হ্যারম্যান মেইনার স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।
ফুলবাড়ী টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ পরিদর্শক (টিএসআই) রবিউল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশি অভিযান চলছে।
বিডি প্রতিদিন/১৪ মে ২০১৭/হিমেল