লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নর্দমার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠ্যাংঝারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- সানিয়াজান ইউনিয়নের ঠ্যাংঝারা গ্রামের শাহাদাত হোসেনের ১৪ মাসের মেয়ে জান্নাতুল আক্তার ও একই গ্রামের শফিকুল ইসলামের ১৬ মাসের মেয়ে মুক্তা আক্তার।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শহিদুল রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/ ১৪ মে ২০১৭/আরাফাত