স্বামী ও সন্তানের কাছে ফিরতে চায় মানসিক ভারসাম্যহীন আম্বিয়া বেগম। এজন্য তিনি মাঝে মাঝে কান্নাকাটি করেন। গত এক বছর ধরে তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার কালিরবাজার এলাকায় অবস্থান করছেন।
স্থানীয়দের কাছে আম্বিয়া বেগম (৪৮) জানায়, তার স্বামী রেয়াজ উদ্দিন, ছেলে ইয়াছিন, সাইফুল ইসলাম, মেয়ে মহিমা ও শিপা রয়েছে। তারা রাজধানী ঢাকা শহরের কলাবাগান এলাকার ১নং রোডে বাসা ভাড়া করে থাকতেন বলেও জানান। এর বেশি কিছু তিনি বলতে পারেন না। কালিরবাজার এলাকার কাজী অটোমোবাইলসে (০১৮১৯-১১৫০৭১) যোগাযোগ করলে তাকে পাওয়া যাবে বলেও জানা গেছে।
বিডি প্রতিদিন/১৪ মে ২০১৭/হিমেল