খাগড়াছড়ি জেলা সদরের অদূরে আলুটিলা এলাকায় মালবোঝাই একটি ট্রাক উল্টে খাদে পড়ায় একজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। আজ রবিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম-পরিচয় জানা যায়নি। আহতরা হলেন- শাহ আলম (৩২), শাবুল (৩৭) ও বশির (২৮)। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করেছেন।
স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে সিরামিকসের মালবোঝাই ট্রাকটি খাগড়াছড়ির প্রবেশ পথে আলুটিলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকশ ফিট গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকটিতে থাকা একজনের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/১৪ মে ২০১৭/এনায়েত করিম