আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ১০টায় সদর হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গেলে জেলা প্রশাসক আব্দুল আওয়াল তাদের সাথে একাত্ততা প্রকাশ করেন। পরে র্যালিটি পুনরায় হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে হাসপাতালের প্রশাসন বিভাগ চত্বরে কেক কেটে ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর জন্মদিন পালন করে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সিভিল সার্জন ডাঃ মোঃ খয়রুল কবির, ডাঃ তোজাম্মেল হক, শিশু বিশেষজ্ঞ ডাঃ শাহাজান নেওয়াজ, ডাঃ শুবেন্দ্র দেব নাথ, ডাঃ সুব্রত কুমার, ডাঃ শেখ মাসুদ, জেলা নার্সেস কমিটির সভাপতি মাকসুদা বেগম, সাধারণ সম্পাদক খোরশেদ আলমসহ হাসপাতালের সকল সেবক, সেবিকারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/১৪ মে ২০১৭/হিমেল