পটুয়াখালীর কলাপাড়ায় ২০ লিটার দেশী চোলাই মদসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে পৌর শহরের চিংগরিয়া এলাকা থেকে বিক্রির উদ্দ্যেশে মজুদ রাখা ওই চোলাই মদসহ শিবু লক্ষী মিস্ত্রী (৪০) নামের ওই নারীকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শিবু লক্ষী মিস্ত্রিী ও তার স্বামী অমল মিস্ত্রী দীর্ঘদিন ধরে চোলাই মদ মজুদসহ বিক্রি করে আসছিল। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ শিবু লক্ষীর বাড়িতে আভিযান চালায়। পরে তার বাড়ির একটি মুরগীর ফার্মের ভিতর থেকে ওই মদ উদ্ধার করে।
কলাপাড়া থানার এসআই আলমগীর জানান, এ ঘটনায় মাদকদ্রব নিয়ন্ত্রন আইনের শিবু লক্ষী মিস্ত্রী ও অমল মিস্ত্রীকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত ওই নারীকে রবিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/ ১৪ মে ২০১৭/ ই জাহান