দৈনিক ইনকিলাবের কাশিয়ানী উপজেলা প্রতিনিধি হাফিজুর রহমান হাফিজের পিতা আহাদ আলী শেখ (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি -----রাজিউন)।
শনিবার দিনগত রাত সাড়ে ১১ টায় উপজেলার রামপুর নিজ বাড়িতে লিভার টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।
রবিবার সকাল ১১ টায় নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি দুই পুত্র, এক কন্যা ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে কাশিয়ানী উপজেলা প্রেসক্লাব, স্থানীয় সংবাদকর্মীরা গভীর শোক ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।