বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর বিরুদ্ধে দক্ষিণ কাছেমাবাদ গ্রামের আকন বাড়ি জামে মসজিদের উন্নয়ন কাজে বাঁধা প্রদান এবং মসজিদের ইমাম ও অবসরপ্রাপ্ত এক শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। গত শনিবার বিকেলের এই ঘটনায় ওই এলাকার ধর্মপ্রাণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মসজিদ পরিচালনা কমিটির সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক মুক্তিযোদ্ধা মো. শাহজাহান জানান, গত কয়েক দিন ধরে কাছেমাবাদ গ্রামের আকন বাড়ি জামে মসজিদের উন্নয়নের জন্য মসজিদের সামনে বরিশাল-ঢাকা মহাসড়কে ‘মুক্ত হস্তে দানের’ জন্য একটি মাইক ও ব্যানার টানানো হয়। শুধু স্থানীয় লোকজনই নয়, যাত্রাপথেও অনেকে মসজিদের উন্নয়নে দান করছেন। গতকাল শনিবার বিকেলে স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু সেখানে গিয়ে ‘কার হুকুমে মসজিদের নামে টাকা তোলা হচ্ছে’ কৈফিয়ত চান। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে মাইকের ক্যাবল ও ব্যানার ছিড়ে ফেলেন পিকলুর সাথে থাকা লোকজন। এতে বাঁধা দিলে শাহজাহান মাস্টার ও জামে মসজিদের ইমাম জাহিদুল ইসলামকে অশ্লীল ভাষায় গালাগাল এবং লাঞ্ছিত করেন ইউপি চেয়ারম্যান পিকলু। এ সময় মসজিদের সামনে বসানো চেয়ার ও টেবিল ফেলা দেয়া হয় বলে অভিযোগ করেন মুক্তিযোদ্ধা শাহজাহান মাস্টার। বিষয়টি তারা পৌর মেয়র হারিছুর রহমান হারিছ এবং গৌরনদী থানার ওসি মো. ফিরোজ কবিরকে অবহিত করেছেন বলে জানান।
অভিযোগ অস্বীকার করে মাহিলাড়া ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা সৈকত গুহ পিকলু বলেন, ছোট ছোট ছেলেদের দিয়ে বিভিন্ন যানবাহন থামিয়ে যানজট সৃষ্টি করে টাকা আদায় করা হচ্ছিলো। তিনি তাদের বলেছেন, এভাবে মহাসড়কে যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা না হয়। সেখানে গৌরনদী হাইওয়ে থানার ২ পুলিশ সদস্যও উপস্থিত ছিলেন। এছাড়া এভাবে ছোট বাচ্চাদের দিয়ে যানবাহনে চাঁদা তুললে ওই শিশুদের মানসিকতায় নেতিবাচক প্রভাব পড়ে। কিন্তু একটি কুচক্রী মহল নাটক সাঁজিয়ে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে বলে পাল্টা অভিযোগ করেন চেয়ারম্যান পিকলু।
গৌরনদী মডেল থানার ওসি মো. ফিরোজ কবির বলেন, খবর পেয়ে তিনি শনিবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ