বিড়ি শিল্প নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিড়ি শ্রমিকরা। রবিবার বিকেলে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে ইউএনও'র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন বিড়িশ্রমিকরা।
বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন বাগেরহাট জেলা শাখার ব্যানারে মানববন্ধনে সহস্রাধিক বিড়ি শ্রমিক অংশ নেন। এসময় শ্রমিকরা ‘আগামী দুই বছরের মধ্যে দেশে বিড়ি থাকবে না’ বলে অর্থমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান। তারা বিড়ি শিল্পের জন্য 'পক্ষপাত ও বৈষম্যমূলক শুল্কনীতি' প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিড়িশ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. লোকমান হাকিম, সহ-সম্পাদক মো. হারিক হোসেন, জেলা কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, রবিউল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, চরম বৈষম্যমূলক শুল্কনীতির কারণে বর্তমানে বিড়ি শিল্প ধ্বংসের পথে। এই শিল্পের সাথে সারা দেশে ১৭ লাখ বিড়িশ্রমিক জড়িত। এই শিল্প বন্ধ হলে সারাদেশের বিড়ি শ্রমিক ও তাদের পরিবার দিশেহারা হয়ে পড়েছে। বিড়ি বন্ধ করতে হলে সিগারেটও বন্ধ করতে হবে। বিকল্প কাজের সুযোগ সৃষ্টি না করে বিড়ি শিল্প বন্ধের এই বৈষম্যমূলক নীতি কোনভাবে মেনে নেওয়া হবে না।
বিডি-প্রতিদিন/এস আহমেদ