বরিশালের ২৭টি সাংস্কৃতিক সংগঠনের জোট ‘সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের’ ৩৪তম বার্ষিক সাধারণ সভায় অ্যাডভোকেট এসএম ইকবাল সভাপতি পুনঃনির্বাচিত এবং মিন্টু কুমার কর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শনিবার রাতে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া শুভংকর চক্রবর্তী ও সুশান্ত ঘোষকে সহ সভাপতি, সুর্দশন বিশ্বাস টুটুল সহ-সাধারণ সম্পাদক, প্রদীপ হালদার সাংগঠনিক সম্পাদক, বিনয় ভূষণ মন্ডল কোষাধ্যক্ষ, অপূর্ব গৌতম সাহিত্য সম্পাদক, মাইনুল ইসলাম দপ্তর সম্পাদক, সাঈদ পান্থ প্রচার ও প্রকাশনা সম্পাদক, স্নেহাংশু বিশ্বাস অনুষ্ঠান বিষয়ক সম্পাদক, মিথুন সাহা পাঠাগার সম্পাদক এবং মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, নজরুল ইসলাম চুন্নু, কাজল ঘোষ, মিজানুর রহমান, কাজী সেলিনা, সুকান্ত মুখার্জী বাবু, সুরঞ্জিত দত্ত লিটু, মোর্শেদ হাসান আনসারী, অপূর্ব অপু, রফিকুল ইসলাম লিংকন, চন্দন দাস, উদয় শংকর দাস ও রফিকুল ইসলাম রিয়াদ কার্য নিবার্হী সদস্য নির্বাচিত হয়েছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ