দিনাজপুরে স্ত্রীকে হত্যার দায়ে অাফিরউদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আফিরউদ্দিন জেলার বিরল উপজেলার মুসিহাড়ি খারিপাড়া গ্রামের মৃত নমির মোহাম্মদের ছেলে।
রবিবার বিকেলে দিনাজপুর অতিরিক্ত দায়রা জজ-৩ আদালতের বিচারক মো. আয়েজউদ্দিন এই রায় প্রদান করেন। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন তিনি।
জানা যায়, প্রায় ১৪ বছর আগে বিরল উপজেলার শংকরপুর গ্রামের রইসউদ্দিনের মেয়ে বুলবুলি বেগমের সাথে একই উপজেলার মুসিহাড়ি খারিপাড়া গ্রামের মৃত নমির মোহাম্মদের ছেলে আফিরউদ্দিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আফিরউদ্দিন তার স্ত্রীকে যৌতুক হিসেবে বাবার বাড়ি থেকে জমি লিখে নেয়ার জন্য চাপ দিচ্ছিলেন। ২০০৯ সালের ৬ জুন রাতে স্বামী যৌতুক হিসেবে জমি লিখে নিয়ে আসার জন্য বুলবুলিকে চাপ দিলে সে প্রতিবাদ করে। এতে আফিরউদ্দিন ক্ষিপ্ত হয়ে বুলবুলিকে মারধর করে ও ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত করে। পরে আহতাবস্থায় বুলবুলিকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় নিহতের ছোট ভাই ইউসুফ আলী বাদী হয়ে ২০০৯ সালের ৯জুন থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৭। মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে বিচারক আজ রবিবার উক্ত রায় ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ