কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই বাজারে দুর্বৃত্তদের হামলায় দুই ইজিবাইক চালক আহত হয়েছে। এ সময় শ্রমিকরা এনামুল নামে এক ব্যক্তিকে পিস্তলসহ পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার রাত ১১টার দিকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে রাত ১১ টার দিকে ১০/১২ জনের একটি দল অস্ত্র নিয়ে বৌলাই বাজারে ইজিবাইক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে হামলা চালায়। হামলায় মহিবুল্লাহ ও এরশাদ নামে দুজন চালক আহত হন। এ সময় চালকরা স্থানীয় জনগণের সহায়তায় এনামুল নামে এক হামলাকারীকে পিস্তলসহ ধরে ফেলে। অন্যরা পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/১৫ মে, ২০১৭/ফারজানা