শরীয়তপুরে ঘূর্ণিঝড়ে গাছের ডাল ও ঘরের নিচে চাপা পড়ে দুই ব্যক্তি প্রাণ হারিয়েছেন। তারা হলেন- ডিএমখালী ইউনিয়নের চরপাইয়াতলী গ্রামের বেগম আক্তার ও নড়িয়া ঊপজেলার চরআত্রার বাসিন্দা নুরু বয়াতী। এছাড়া জেলার বিভিন্ন স্থানে ঘূর্ণিঝড়ে আহত হয়েছেন অন্তত ২৫ জন।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আকর্ষিক ঝড়ের কবলে পড়ে নড়িয়া উপজেলার চরআত্রা, নওপাড়া, ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা ও ডিএমখালী ইউনিয়নের অন্তত ১২টি গ্রাম। ঘূর্ণিঝড়ে কাচিকাটা, চরআত্রা ও নওপাড়া ইউনিয়নে দুই শতাধিক কাচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
ঝড়ে গুরুতর আহত নুরু মাদবরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ক্ষতির পরিমাণ ও ক্ষতিগ্রস্থদের তালিকা নিরুপণের কাজ শুরু করেছে প্রশাসন।
বিডি প্রতিদিন/১৫ মে, ২০১৭/ফারজানা