বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলায় দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগের তিন নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত নেতারা হলেন হিজলা উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক মো. জামাল হোসেন বালী এবং মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য বাহাউদ্দিন ঢালী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক কেএমএস সুমন ফরাজি।
রবিবার রাতে গনমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে জেলা আওয়ামী লীগ।
জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক অ্যাডভোকেট শেখ আব্দুল কাদের স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩ মে অনুষ্ঠিতব্য হিজলা উপজেলার ধুলখোলা এবং মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিপরীতে নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন তারা। এমন অভিযোগের প্রেক্ষিতে তাদের সাময়িকভাবে দল থেকে বহিস্কার করা হয়েছে। তাদের স্থায়ীভাবে দল থেকে বহিস্কারের জন্য দলীয় সভানেত্রীর কাছে আবেদন জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৫ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২১