গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বেলুন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কল্পনা রানী (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে নিজ বাড়িতে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
নিহত কল্পনা ওই এলাকার প্রমেশ চন্দ্র মন্ডলের স্ত্রী।
কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. কামাল হোসেন বলেন, কল্পনা সকালে বাড়িতে কাজ করছিলেন। এক পর্যায়ে বিদ্যুতের ছেঁড়া তারের সঙ্গে জড়িয়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পরে বিদ্যুতের সংযোগ বন্ধ করে লাশ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/১৬ মে ২০১৭/এনায়েত করিম