বর্ডার গার্ড বাংলাদেশ কুমিল্লা সেক্টরের ব্যবস্থাপনায় এবং ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আয়োজনে ‘সীমান্তবর্তী অঞ্চলে স্থানীয় জনগণের মধ্যে জনসচেতনতামূলক কার্যক্রম এবং স্থানীয় অধিবাসীদের দায়িত্ববোধ বৃদ্ধির মাধ্যমে আন্তঃসীমান্ত অপরাধ ও জঙ্গি কার্যক্রম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে কুমিল্লা নজরুল ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোঃ আলী আশরাফ। বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্ণেল গাজী মোঃ আহসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিজিবি উত্তর পূর্ব রিজিওনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাহিদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান তালুকদার। এছাড়া, সেমিনারে বিষয়ের উপর পৃথক প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা বিশ্বদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মাসুদা কামাল ও প্রফেসর ড. মোঃ আমিনুল ইসলাম আকন্দ।
বিডি-প্রতিদিন/১৬ মে, ২০১৭/ওয়াসিফ