দিনাজপুরের চিরিরবন্দরে মোবাইল কোর্ট আইন চালু রাখার দাবিতে র্যালি ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় চিরিরবন্দর বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ঘুঘুরাতলী মোড় হতে র্যালি শুরু হয়ে উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়। এসময় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বিদ্যালয়ের ছাত্রীরা দাবি জানিয়ে বলেন, নিশ্চিন্তে বিদ্যালয়ে আসা যাওয়া করার জন্য যৌন হয়রানী প্রতিরোধে, এলাকায় মাদকবিরোধী পরিবেশ সৃষ্টি ও বাল্যবিবাহ প্রতিরোধ করতে মোবাইল কোর্ট আইন অত্যন্ত জরুরী। এ আইনটি বাতিল করা হলে ছাত্রীরা সবচেয়ে বেশি বিপদে পড়বে।
প্রধান শিক্ষক মোরশেদ উল আলম বলেন, নারী শিক্ষা বিকাশে প্রত্যন্ত অঞ্চলসহ শহরেও মোবাইল কোর্ট আইন অপরিহার্য। এ আইনটি বাতিল হলে বালিকা শিক্ষা প্রতিষ্ঠানগুলি চরম ক্ষতির সম্মুখীন হবে। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ছাড়াও গণ্যমান্য ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/১৬ মে ২০১৭/হিমেল