সিলেটে এক ব্যবসায়ীর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ব্যবসায়ী রফিকুল ইসলাম ফেনু আর আর ট্রান্সপোর্টের স্বত্তাধিকারী এবং সিলেট নগরীর পশ্চিম কাজলশাহ এলাকার বাসিন্দা। গত সোমবার রাতে নগরীর জালালাবাদ থানায় মামলাটি দায়ের করেছেন সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের হায়দরপুর গ্রামের হেলাল উদ্দিন।
মামলার এজাহারে হেলাল উদ্দিন উল্লেখ করেছেন, ‘তার (হেলাল) মালিকানাধীন সফাত উল্লাহ ফিলিং স্টেশন থেকে রফিকুল ইসলাম ফেনু জ্বালানি নিয়েছেন। লেনদেনের একপর্যায়ে ফেনুর কাছে প্রায় সাড়ে ৮৬ লাখ টাকা পাওনা হয় হেলালের। এ টাকা পরিশোধ করতে ফেনু নানা চলচাতুরির আশ্রয় নেন। এ নিয়ে গত ১৭ ফেব্রুয়ারি থানায় জিডি করেন হেলাল। জিডির বিষয়টি জেনে ফেনু গত ২ মার্চ রাতে হেলালের ব্যবসা প্রতিষ্ঠান সফাত উল্লাহ ফিলিং স্টেশন নিয়ে ফেসবুকে ভিডিওবার্তার মাধ্যমে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন।’ এতে ব্যবসা প্রতিষ্ঠান ও নিজের ‘অপূরণীয় মানহানি’ ঘটেছে বলেও উল্লেখ করেছেন হেলাল উদ্দিন।
এ ব্যাপারে জালালাবাদ থানার ওসি শফিকুর রহমান বলেন, ‘মামলার তদন্ত শুরু হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বিডি প্রতিদিন/১৬ মে ২০১৭/হিমেল