পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মো.এনামুল হাওলাদার (১৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার টিয়াখালী ইউনিয়নে পায়রা পোর্ট সংলগ্ন এলাকায় কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে এ দুর্ঘটনার শিকার হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এনামুল টিয়াখালী ইউনিয়নের পূর্ব টিয়াখালী গ্রামের মো.বাবুল হাওলাদারের ছেলে। সে এ বছর এস.এস.সি পরীক্ষায় উর্ত্তীন হয়েছিল বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/ ১৬ মে ২০১৭/ ই জাহান