নেত্রকোনার মদন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বেসরকারিভাবে ২৬ হাজার ৫৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম আকন্দ। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. আব্দুল কুদ্দুছ পেয়েছেন ২৩ হাজার ৮৪০ ভোট।
মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে চলে বিকাল ৪ টা পর্যন্ত। সকালের দিকে কেন্দ্রগুলোতে তেমন ভোটার উপস্থিতি না থাকলেও বেলা বারার সাথে সাথে ভোটার উপস্থিতিও বাড়তে থাকে। মদন পৌরসভাসহ আট ইউনিয়নের ৪৫টি কেন্দ্রে এক লাখ সাত হাজার তিনশ' ৫৭ ভোটারের মধ্যে ৫০ হাজার চারশ' ৪৭জন ভোট প্রদান করেছে।
উল্লেখ্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ হারেছ মারা যাওয়ায় এই পদটি শূন্য হয়।
বিডি প্রতিদিন/ ১৬ মে ২০১৭/ ই জাহান