সাভারে ভাইয়ের বাসায় বেড়াতে এসে দেবরের হাতে ভাবি খুনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে সাভার পৌর এলাকার কাতলাপুর মহল্লায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আলপনা (২০)। সে পদবের স্ত্রী। তবে এ ঘটনার পর দেবর কাজল পলাতক রয়েছেন।
নিহতের পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, গত তিন মাস আগে আলপনার সাথে পদবের বিয়ে হয়। মঙ্গলবার সকালে আলপনা কাতলাপুর এলাকায় তার ভাই শ্যামলের বাড়িতে বেড়াতে আসে। পরে বিকেলের দিকে হঠাৎ করেই ওই বাড়িতে কাজল বেড়াতে আসে। এসময় সে শ্যামলের কক্ষে প্রবেশ করে এবং ছুরি দিয়ে আলপনার গলাকেটে পালিয়ে যায়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত ওই গৃহবধুর স্বামী শ্রী পদ সরকার সাভারের গেন্ডা এলাকায় জেকে গার্মেন্টসে লাইন চীফ হিসেবে কাজ করেন।বড় ভাই পদ সরকারের বাসায় মাসে মাসে টাকা দিয়ে কাজল খাওয়া দাওয়া করতো।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাজলকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানায়। এছাড়াও থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানায়।
বিডি-প্রতিদিন/১৬ মে, ২০১৭/ওয়াসিফ