বাগেরহাটে দুরারোগ্য রোগিদের মাঝে সাড়ে আট লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সমাজসেবা অধিদপ্তরের আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি।
বাগেরহাট জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ‘ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড এবং জন্মগত হৃদরোগী আর্থিক কর্মসূচির আওতায় বাগেরহাটের সাতটি উপজেলার ১৭ জন রোগীকে চিকিৎসা বাবদ ৫০ হাজার টাকা করে সাড়ে আট লাখ টাকার চেক বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/১৬ মে ২০১৭/হিমেল