বাগেরহাটে মেরিন টেকনোলজী ইনিষ্টিটিউটে খাবার পানির সংকট নিয়ে সামাজাকি যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় মোঃ রাকিব খান নামের এক ছাত্রকে কান ধরে ক্যাম্পাস প্রদক্ষিণ ও রুমে রুমে গিয়ে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে। মঙ্গলবার দুপুরে অধ্যক্ষ সিরাজুল ইসলামের নির্দেশে এ ঘটনা ঘটলে ইনিষ্টিটিউটের অন্যান্য শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষ সিরাজুল ইসলামের শাস্তির দাবি জানিয়ে বিকাল সাড়ে ৩টার দিকে মেরিন ইনিষ্টিটিউটের সামনে বাগেরহাট-পিরোজপুর মহাসড়ক অবরোধ করে। এসময় মহাসড়কের দু’পাশে যানযটের সৃষ্টি হয়। খবর পেয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মেরিন ইনিষ্টিটিউটের শিক্ষার্থীরা জানান, সম্প্রতি ক্যাম্পাসে খাবার পানির তীব্র সংকট দেখা দেয়। রাকিব ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে এমন খবর অধ্যক্ষ সিরাজুল ইসলাম জেনে যায়। পরে দুপুরে অধ্যক্ষ সিরাজুল ইসলাম ক্লাসরুমে এসে অপরাধের দায়ে রাকিবকে কান ধরিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করায় এবং প্রতিটি রুমে গিয়ে ক্ষমা চাইতে বাধ্য করে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, মেরিন টেকনোলজী ইনিষ্টিটিউটে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এসময় শিক্ষার্থীদের ঘটনার সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে তারা সড়ক থেকে অবরোধ তুলে নেয়।
বিডি প্রতিদিন/১৬ মে ২০১৭/হিমেল