ভোলার সদর উপজেলার ইলিশা এলাকা থেকে আজ বুধবার সকালে ৬ হাজার ১১৮ পিস ইয়াবাসহ দম্পতিকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন-ফারজানা আক্তার (২৭) ও তার স্বামী রুবেল (৩০)। তারা উপজেলার বাপ্তা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মুসাকান্দি এলাকার বাসিন্দা।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খাইরুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ইলিশা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/১৭ মে ২০১৭/এনায়েত করিম