পঞ্চগড়ের বোদা উপজেলার নাজির পাড়া এলাকার বাংলাবান্ধা-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছে। আজ সকাল ১১টায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বগুড়া জেলার মোকামতলা আলচন্দ্রপুর এলাকার আব্দুস সালামের পুত্র ট্রাক চালক আলম মিয়া (৪০) ও ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ট্রাক চালক মুসা মিয়া (৫০)। আহতরা হল, ঝিনাইদহ এলাকার সোহাগ (২৫) ও তবারউদ্দিন (৫০)। এদের বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড় থেকে টমোটো বোঝাই একটি ট্রাক (বগুড়া ট ১১-০৬৮১) বগুড়া যাচ্ছিল। একই দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক (ঝিনাইদহ থেকে আসা) থেকে আসা একটি ট্রাক (ঝিনাইদহ ট ১১-০৩৮৫) অপর ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই চালক নিহত হয়।
খবর পেয়ে পঞ্চগড়, বোদা ও ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের তিনটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকার্য চালায়। আহত দুইজনকে বোদা স্বাস্থ্য কপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।
বিডি প্রতিদিন/ ১৭ মে ২০১৭/আরাফাত/হিমেল