গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাজারে মঙ্গলবার রাত ২টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান ঘর ভস্মীভূত হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক সুজন শেখ, সোহেল রানাসহ অনেকে জানান, অগ্নিকাণ্ডে তাদের অন্ততঃ ২৫/৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক নিয়ামুল হুদা জানান, বাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
বিডি প্রতিদিন/১৭ মে ২০১৭/এনায়েত করিম