ঠাকুরগাঁও সদর উপজেলার আকঁচা ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মনের সভাপতিত্বে ইউপি সচিব নাসিমা আক্তার ১৭-১৮ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন।
আগামী ১৭-১৮ অর্থ বছরে নতুন কোন কর আরোপ ছাড়াই শিক্ষা ও স্বাস্থ্যের উপড় গুরুত্ব দিয়ে ৯৫ লাখ ৮ হাজার ৫শ' টাকার বাজেট ঘোষণা করা হয়। পরে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বাজেট নিয়ে একটি বই উম্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা। এছাড়াও সঠিক সময়ে কর প্রদানকারী ৯ জন ব্যাক্তি ও ৬টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ১টি ব্যবসা প্রতিষ্ঠিানের প্রতিনিধিকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকারের উপ-পরিচালক আব্দুল ওয়াহেদ, সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি অরুনাশু দত্ত টিটো, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ আলী প্রেমহরি বর্মন, রফিকুল ইসলামসহ জনপ্রতিনিধি, শুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/১৭ মে ২০১৭/হিমেল