জামালপুরের আলোচিত ব্যবসায়ী মওলানা আব্দুল হকের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নরুন্দি বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী।
বুধবার নরুন্দি বাজার এলাকায় সকাল ১১টা থেকে দুপুর ১২ পর্যন্ত ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রেখে মানববন্ধন করে ব্যবসায়ী ও এলাকাবাসী। এসময় তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মশিউর রহমান, জেলা চালকল মালিক সমিতির সভাপতি জুলহাস উদ্দিন,খলিলুর রহমান,লুৎফর রহমান প্রমুখ।
উল্লেখ্য, নিখোঁজের ৫ দিন পর মঙ্গলবার ব্যবসায়ী মওলানা আব্দুল হকের লাশ নরুন্দি এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার করে পুলিশ।
বিডি প্রতিদিন/১৭ মে ২০১৭/হিমেল