রাজধানীর যাত্রাবাড়ী থেকে ১০ লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।
ডিএমপি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সাগর, সজীব ও দাদা হানিফ নামে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ১০ লাখ টাকার জাল নোট জব্দ করা হয়। এ ব্যাপারে যাত্রাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/ ১৭ মে ২০১৭/আরাফাত