নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বজ্রপাতে মো. সেলিম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত মো. সেলিমের বাড়ি ওই একই এলাকায়।
স্থানীয়রা জানায়, সকালে বৃষ্টির মধ্যে মাঠে গরু বেঁধে বাড়ি ফিরছিলেন সেলিম। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/১৭ মে ২০১৭/এনায়েত করিম